সাধারণ নোটিশ

শিক্ষার্থীদের অবহিত করা যাচ্ছে যে, সকল শিক্ষার্থী দয়া করে নিম্নলিখিত বিষয়গুলি মেনে চলবেন এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করবেন:

সাধারণ নির্দেশনামূলক বিষয়:

  1. বিদ্যালয়ের নিয়মিত সময়মতো ক্লাসে উপস্থিত থাকা।

  2. বিদ্যালয়ের শৃঙ্খলা, আচরণ ও পরিপাটি পোশাক বজায় রাখা।

  3. শ্রেণিকক্ষ ও প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা।

  4. পাঠ্যক্রমে মনোযোগী হওয়া এবং হোমওয়ার্ক/প্রকল্প নিয়মিত সম্পন্ন করা।

  5. যেকোনো স্কুল ইভেন্ট বা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ।

  6. প্রাপ্তি বা উপকরণ যথাযথভাবে ব্যবহার করা।

  7. সহপাঠী ও শিক্ষকবৃন্দের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করা।

ধন্যবাদান্তে,
অধ্যক্ষ / প্রশাসন
প্রাইম ডিজিটাল ইনস্টিটিউট (বি.এম কলেজ)